২৬ এপ্রিল রোববার দুপুর সাড়ে ১২ টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনীতে জানা যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রান্ধুনীমূড়া চৌধুরী বাড়ির সামনে বিপরীত দিকথেকে আসা একটি মোটর বাইককে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী সিএনজিটি সড়কের উপর উল্টে গিয়ে পাসে বিদুতের খুটির সাথে গিয়ে পড়ে।

এসময় সিএনজি চালক কাউসার (৪০)সহ সিএনজিতে থাকা অপর ৫ যাত্রী আহত হয়।এদের মধ্যে সিএনজি চালক বেশী গুরুতর আহত হয়।

দূর্ঘটনার পরপর স্থানীয় জনতা আহতের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়।
পরে কর্ত্বব্যরত চিকিৎসক গুরতর আহত সিএনজি চালককে মৃত ঘোষনা করেন। অন্য ৩ জন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন বলে জানা যায়।

মৃত সিএনজি চালকের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের কাইজাংগা গ্রামের লদের বাড়ির মোঃ মুখলেছের ছেলে কাউছার। দুই ভাইয়ের মধ্যে বড়, তার দুটি কন্যা সন্তান রয়েছে। অপর আহত যাত্রীদের পরিচয় এখনও জানা সম্ভব হয় নি ।

দুরঘটনার বিষয়টি হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় কবলিত সিএনজি স্থানীয় হাজীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে।