হাজীগঞ্জে জ্বর সর্দি শ্বাসকষ্টে আরও দুইজনসহ ৫৭ জনের মৃত্যু

হাজীগঞ্জ উপজেলায় জ্বর সর্দি শ্বাসকষ্টে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাজীগঞ্জ উপজেলায় করোনা উপসর্গে মারা গেছে মোট ৫৭ জন।\ করোনা পজেটিভ হলো মৃত ১৪ জনের। এসব তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোয়েব আহম্মেদ চিশতী।
বৃহস্পতিবার রাতে মারা যাওয়া দুইজন হলেন হাজীগঞ্জ পৌরসভার মধ্য বলাখাল এলাকার অমেশ চন্দ্র (৬০) ও দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের গৃহবধূ শামছুন নাহার রুমা (৩৫)।

জানা গেছে, জ্বর সর্দি ও শ্বাসকষ্টে অমেশ চন্দ্র মারা যান। তার নমুনা সংগ্রহ করা যায়নি। বিলম্বে খবর দেয়ায় সেম্পল নেয়া হয়নি।
এদিকে কয়েকদিন ধরে জ্বর, সর্দি শ্বাসকষ্টে ভুগছিলেন গৃহবধূ শামসুন নাহার রুমা।

হাজীগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, শামসুন্নাহার রুমার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি আরো জানান, মৃত কয়েকজনের শুক্রবার করোনা নেগটিভ এসেছে।