রবিবার , সেপ্টেম্বর ১৪ ২০২৫
হাজীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ম্যানেজম্যন্ট ইনফরমেশন সিস্টেমের সহকারি অধ্যাপক আরিফুল ইসলাম অপু।

হাজীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ

হাজীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ম্যানেজম্যন্ট ইনফরমেশন সিস্টেমের সহকারি অধ্যাপক আরিফুল ইসলাম অপু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম সাকিল, চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম খলীল, ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী রাফিদ হাসান।

বক্তব্য রাখেন নবীন শিক্ষার্থী আহমেদ নুর সিনান ও হাফেজ আনাছ। হাজীগঞ্জ শহর ছাত্র শিবিরের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে হাফেজ নাঈমের কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া নবীন অনুষ্ঠানে ইসলামী সংগীত ও নাতে রাসুল পরিবেশন করেন সুনিপুন সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলার ১শত ৬০ জন একাদশ শ্রেনীর শিক্ষার্থীকে বরন করেন ছাত্রশিবির। এসময় চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মাওঃ আবু জাফর সিদ্দিকীসহ শিবিরের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।