রবিবার , সেপ্টেম্বর ১৪ ২০২৫
শাহরাস্তি উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখছেনচাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

শাহরাস্তি উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির

শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা কামাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরের সঞ্চালনা করেন উপজেলা নায়েবে আমীর মু.বাদশা ফয়সাল।

শনিবার ২৩ আগষ্ট সকালে উপজেলা সেক্রেটারি মাওলানা মাইন উদ্দিন এর আল কুরআনের সূরা তাওবা ৩৮-৪০ আয়াত এর দারস পেশ করার মাধ্যমে অনুষ্ঠান সূচনা করেন।

প্রধান অতিথির আলোচনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদেরকে কোরআন ও হাদিসের  জ্ঞানের দিক থেকে অনেক দক্ষ এবং বিচক্ষণ হতে হবে। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াত কর্মীদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে। বর্তমান পৃথিবীতে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে, কর্মীদের দাওয়াতি কাজের মাধ্যমে দেশের সকল মানুষদের ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের  আলেম সমাজ এই দেশের সম্মানিত অভিভাবক, তাদেরও মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করতে হবে। নতুন প্রেক্ষাপটে আমরা সকল জায়গায় দাওয়াত পৌঁছানোর যে সুযোগ পাচ্ছি এটাকে কাজে লাগাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক এজিএস অধ্যাপক শহীদুল ইসলাম ও চাঁদপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ইব্রাহিম খলিল।

অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণভিত্তি অর্জন ও সংগঠনকে মজবুত করতে হবে। গণভিত্তি গড়ে তোলার জন্য আন্তরিকতার সাথে মানুষের সমস্যা চিহ্নিত করে তার যৌক্তিক সমাধানের চেষ্টা ও সামাজিক কাজের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, সংগঠনকে মজবুত করতে অবশ্যই যোগ্য কর্মী প্রয়োজন, তা না হলে সাংগঠনিক মজবুতি অর্জন করা সম্ভব হবে না। অনুষ্ঠানে জামায়াতের উপজেলা দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।