সোমবার , সেপ্টেম্বর ১৫ ২০২৫

শাহরাস্তিতে বিএনপি-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিয়াপাড়া জি কে উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে কালীবাড়ি মাঠে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।

শত শত নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, শাহরাস্তি-হাজীগঞ্জ বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি। এখানকার তৃণমূল নেতা-কর্মীরা বছরের পর বছর নির্যাতন, গুম, খুন আর মামলার ভয়ে দমে যাননি। গণতন্ত্রের আন্দোলনে তাদের দৃঢ় অবস্থানই আমাদের শক্তি।”

সম্ভাব্য প্রার্থী হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি আরও বলেন, “যদি দল আমাকে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের সেবা করার সুযোগ দেয়, তবে আমি মানুষের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করব। রাজনীতি আমার কাছে ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য।”

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মমিনুল হক বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি প্রতিজ্ঞা করছি, শাহরাস্তি-হাজীগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থাকব। জনগণই বিএনপির শক্তি, জনগণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী। বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল,

সাবেক পৌর সভাপতি বেলায়েত হোসেন সেলিম, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল হক গণি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান,

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, শ্রমিক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন দুলাল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আঃ খালেক, ছাত্রদলের আহ্বায়ক এবি এম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

নেতারা সরকারের দমন-পীড়ন, বিচারহীনতা ও দুর্নীতির সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।