শুক্রবার , মে ১৭ ২০২৪

ভার্চুয়াল বিচার পদ্ধতি বাতিলের দাবিতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ

চাঁদুপুরে ন্যায় বিচারের স্বার্থে ভার্চুয়াল বিচার পদ্ধতি বাতিল করে সামাজিক দূরুত্ব বজায় রেখে সীমিত আকারে আদালত পরিচালনার জন্য বিক্ষোভ করেছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জর্জ আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করেন আইনজবিী সমিতির সদস্যরা।

বিক্ষোভে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ইব্রাহিম খলিল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনা করতে গিয়ে শুধু ফৌজদারি আদালতের জামিন শুনানি কিছুটা সম্ভব হলেও জনগনের ন্যায় বিচারের জন্যে যে সকল বিচার দেয়া ও হওয়া প্রয়োজন তা’ সম্ভব নয়।

এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক এডভোকেট এমরান হোসেন, সাবেক সভাপতি ফজলুল হক সরকার, ইকবাল বিন বাসার, সেলিম আকবরসহ আইনজীবী বৃন্দ।