মঙ্গলবার , মে ১৪ ২০২৪
Jorimana

বাজার করতে এসে জরিমানা!

খালেকুজ্জামান শামীম

হাজীগঞ্জে ঈদের কেনাকাটা করতে এসে জরিমানা দিলেন কয়েকজন ক্রেতা।

শনিবার (১৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটজন ক্রেতা ও বিক্রেতাকে জরিমানা করা হয়।
এ দিন লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৫ জন ব্যবসায়ী ও ঈদের কেনাকাটা করায় ৩ জন ক্রেতাকে মোট ১০ হাজার ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। এ সময় দোকান মালিকদের করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে লকডাউন মেনে চলার নির্দেশনা প্রদান এবং উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই বেলাল হোসাইনসহ সাংবাদিকবৃন্দ।