বৃহস্পতিবার , ডিসেম্বর ১১ ২০২৫

বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা  গুরুত্বপূর্ণ- আশরাফী

বাংলাদেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় পুরুষদের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  মুহাদ্দিস নছর আশরাফী।

২ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের শুয়ারুল এলাকার এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি  বলেন, “একটি দেশ উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ জরুরি। ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য নারীদের যথাযথ ভূমিকা রাখা অত্যন্ত প্রয়োজন। ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত—এটি যোগ্য প্রার্থীর হাতে পৌঁছে দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যদি জনগণ আমাদের ওপর আস্থা রাখে, তবে আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, সবার অধিকার নিশ্চিত করা এবং ইসলামী বিধান অনুসারে দেশ পরিচালনায় প্রচেষ্টা চালাবো।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং সাচার ইউনিয়নের আমির মীর মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আবু তাহের মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন—

কচুয়া উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ লুৎফুর রহমান, ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও নারী অংশগ্রহণকারীরা।

সমাবেশ শেষে দেশ, জাতি ও শান্তির জন্য দোয়া পরিচালনা করা হয়।