সোমবার , অক্টোবর ১৩ ২০২৫

ফুটবল কাপের জন্য জার্সি উন্মোচন করলো মতলব উত্তর উপজেলা

চাঁদপুর ডিসি ফুটবল কাপের জন্য জার্সি উন্মোচন করলো মতলব উত্তর উপজেলা।

রবিবার (২১ সেপ্টেম্বর-২০২৫) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতলব উত্তর একাদশের জার্সি উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।

এ সময় পরামর্শ মূলক বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি), রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক।

 

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি মাহবুব আলম লাভলু, আশেফ মাহমুদ সংগ্রাম,আবদুল মান্নান,রাজীব মিয়া,জয়নাল পাটোয়ারী, নূরুল হক ফয়েজী, সাকিল খাঁন,ফরহাদ হোসেন,পলাশ আহাম্মেদ,নুরনবী,শিপন মিয়া প্রমূখ।

আগামী ২৪ সেপ্টেম্বর ডিসি ফুটবল কাপে মতলব উত্তর ও কচুয়া উপজেলা অংশ গ্রহণ করবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, জার্সি উন্মোচনের উদ্দেশ্য হলো টুর্নামেন্টের জন্য দলের পরিচিতি তৈরি করা এবং খেলোয়াড়দের জন্য নতুন পোশাক সরবরাহ করা। আশা করছি ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকৃত দলের খেলোয়াড়রা তাদের খেলোয়ার সুলভ আচরণ দেখাবে। মতলব উত্তর উপজেলায় ফুটবল খেলোয়াড়রা তাদের আচরণ অতীতের হ্যালো গৌরব ধরে রাখবে।

আগামী ২৪ সেপ্টেম্বর ডিসি ফুটবল কাপে মতলব উত্তর ও কচুয়া উপজেলা অংশ গ্রহণ করবে।