সোমবার , অক্টোবর ১৩ ২০২৫
ফরিদগঞ্জ যুব সম্মেলনে বক্তব্য রাখছেন বিল্লাল হোসেন মিয়াজী।

ফরিদগঞ্জে জামায়াতের যুব সম্মেলন

“পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সন্ত্রাসীরা নির্বাচিত হয়ে আসতে পারবেনা” বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মোঃ বিল্লাল হোসেন মিয়াজী। ১ অক্টোবর বুধবার সকালে ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ফরিদগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “পিআর হলো জাতীয় সংসদে রাজনৈতিক দলসমূহের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্বমূলক পদ্ধতি। এতে ভোটারদের ভোটের অবমূল্যায়ন রোধ হবে। সংসদ পাবে যোগ্য আইন প্রণেতা। কার্যকর হবে স্থানীয় সরকার ব্যবস্থা। ফলাফলে দেশ এগিয়ে যাবে টেকসই উন্নয়নের পথে।”
এছাড়া তিনি আরো বলেন, “পিআর পদ্ধতি কার্যকর হলে দেশে মনোনয়ন বাণিজ্য থাকবেনা। এর ফলে রাজনৈতিক দলসমূহের মধ্য হানাহানি বন্ধ হবে। রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে কাদা ছোঁড়াছুড়ি বন্ধ হবে। এই দাবী জামায়াতে ইসলামী আদায় করে ছাড়বে।”

জামায়াতে ইসলামীর ফরিদগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ ইউনুস মুন্সির সভাপতিত্বে সম্মেলনে অন্যান্য অতিথিদের মধ্য বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশনের সাবেক ডিজি জিয়াউল হক শামীম, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি হারুনুর রশিদ, উপজেলা আমীর মোঃ ইউনুছ হেলাল, সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন, পৌরসভা আমীর মোঃ মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ ফখরুল ইসলাম, শূরা সদস্য মোঃ মহিব্বুল্লাহ প্রমুখ।