ফরিদগঞ্জে একই পরিবারের ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ : মোট শনাক্ত ১৪

ফরিদগঞ্জে একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে ফরিদগঞ্জে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (২২ মে) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৪টি রিপোর্টের মধ্যে উপজেলার ১৪নং দক্ষিন ইউনিয়নের চরপাতা গ্রামের একই পরিবারের ৩ জনের করোনা রিপোর্ট করোনা পজিটিভ আসে। এর মধ্যে গত ১৭ মে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ দুলাল হোসেন (৫০) এর করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তার পরিবারের ৪ সদস্যের নমুনা সংগ্রহ করে আইইডিসিয়ারে পাঠানো হয়।

শুক্রবার পাওয়া রিপোর্টে দুলালের স্ত্রী, মেয়ে ও ছেলের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর তার নাতির রিপোর্ট আসে নেগেটিভ।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী এ প্রতিনিধিকে জানান, শুক্রবার ফরিদগঞ্জে ৪ জনের রিপোর্ট আসে। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ। তিনি জানান, এ পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলায় মোট ১১৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে ৭৭ টি রিপোর্ট এসেছে আর ৩৬টি অপেক্ষমান রয়েছে।