পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে পলিথিন জব্দ

০৭ অক্টোবর ২০২০ খ্রিঃ তারিখ বুধবার পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইমরান মাহমুদ ডালিম এর নেতৃত্বে চাঁদপুর জেলার সদর উপজেলার বিপনীবাগ বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনায় আনুমানিক ২২ (বাইশ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দসহ সর্বমোট ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিকেলে নি¤েœাক্ত দোকানসমূহে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালিত হয়: দীপক মজুমদার, স্বত্বাধিকারী মেসার্স দীপক স্টোর, বিপনীবাগ বাজার, সদর, চাঁদপুর, ১৫.৫ কেজি পলিথিন শপিং ব্যাগ, জরিমানার পরিমান ২,০০০/- (দুই হাজার) টাকা। হাসান, স্বত্বাধিকারী মেসার্স আবু তাহের স্টোর, বিপনীবাগ বাজার, সদর, চাঁদপুর, ৪.৫ কেজি পলিথিন শপিং ব্যাগ, জরিমানার পরিমান ১,০০০/- (এক হাজার) টাকা।

আলাউদ্দিন, স্বত্বাধিকারী মেসার্স আলাউদ্দিন স্টোর, বিপনীবাগ বাজার, সদর, চাঁদপুর, ০২ কেজি পলিথিন শপিং ব্যাগ, জরিমানার পরিমান ৫,০০/- (পাঁচশত) টাকা। মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউসন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক জনাব উত্তম কুমার। আরও উপস্থিত ছিলেন নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।-প্রেস বিজ্ঞপ্তি
ক্যাপশন: চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে পলিথিন জব্দ।