নেতৃত্ব ও সমাজ ভাংগনের মধ্যকার সম্পর্ক

-নাঈমুর রহমান

এই সমাজ রাষ্ট্র কিংবা কোন সংগঠন পরিচালনা এবং উন্নতি সাধনে যোগ্য নেতৃত্ব তার প্রাণ শক্তি সঞ্চার করে।
কিন্তু সেই যোগ্য নেতৃত্ব নির্বাচনে আমরা বারবার হচ্ছি ব্যর্থ।

নেতৃত্ব সম্পর্কে কিছু কথা:
এই জীবনের চলার পথে অনেক অযোগ্য লোককে উঁচু চেয়ারে আসিন হতে দেখেছি,
আবার অনেক যোগ্য লোককে দুপায়ে দলতে দেখেছি।

অনেক গুনী লোকের স্বীকৃতি দেয়নি এই পাষন্ড সমাজ, আবার অনেক বিড়ালের করেছে ভুয়সী প্রশংসা।
তেলবাজের এই দুনিয়ায় সবাই স্বার্থপর,
সময় পুরালে সবাই হয়ে যায় পর।

ভূলে যায় মানুষের যত আগপর, ওরা মানবতার চির দুষমন।
ওরা এক ফুতকারে নিভিয়ে দেয় জলন্ত দাবানল।

আর এগুলো ও সমাজ ভাংগনের অনেক বড় কারন।
হয়তবা অদৃশ্যে থেকে ঝরে গেছে নিরবে অনেক সুভাসিত ফুল, যানেনি কেউ সে কারন।
বট গাছ হও,,কচুরিপানা হইওনা, কেননা বটগাছ রোদের প্রখরতা ভেদ করেও সজীব হয়ে উঠে। আর অন্যকে নিঃসার্থে ছায়া দান করে।

দেখ ভাল জনে রইলো ভাঙ্গা ঘরে,
মন্দ যে সে সিংহাসনে চড়ে,
সোনার ফসল ফলায় যে তার,
দুই বেলা জোটে না আহার।

হিরার খনির মজুর হয়ে কানাকড়ি নাই
ও তার কানাকড়ি নাই,
ওরে ভাইরে ভাইরে,
কতই রঙ্গ দেখি দুনিয়ায়।