চাঁদপুর পৌর ১০ ও ১১নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে আক্তার হোসেন মাঝির মতবিনিময়

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির ধানের শীষ প্রতীকের পক্ষে চাঁদপুর পৌর ১০ ও ১১নং ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ১০নং ওয়ার্ড এবং বিকাল ৪টায় ১১নং নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। ১০নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আক্তার হোসেন মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন হাওলাদার,

জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। ১০ ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিব উল্যাহ পাটওয়ারীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক ও ১০নং ওয়ার্ড বিএনপির নির্বাচন কমিটির সমন্বয়ক কাজী গোলাম মোস্তফা।

এ সময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির তাতী বিষয়ক সম্পাদক শামীম জমাদার, ১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান (সুমন) মস্তান, শহর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ শহিদ ঢালী, শহর যুব দলের যুগ্ম আহŸায়ক আঃ রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্র দলের আহŸায়ক ইমাম হোসেন গাজী, যুগ্ম আহŸায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী,

সাবেক জেলা ছাত্র দল নেতা শফিউদ্দিন বাবলু, শহর ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, ১০নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আঃ হান্নান, শহর ছাত্রদল নেতা মোঃ শিপন, রিয়াদ হোসেন, ১০নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি প্রশান্ত সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আল আমিন মডেল একাডেমির ছাত্র মোঃ মেহরাজ রহমান।

মতবিনিময় সভায় আক্তার হোসেন মাঝি বলেন, চাঁদপুর পৌরসভার এবারের নির্বাচন ইভিএম-এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। সুতরাং পৌর নেতা-কর্মীদের ইভিএম সম্পর্কে ভোটারদেরকে ধারণা দিতে হবে। এসরকারের জুলুম নির্যাতনের হাত থেকে জনগনকে রক্ষায় সবাই এক এবং অভিন্ন থেকে সামনে এগিয়ে আসতে হবে।

বর্তমানে পৌরসভার উন্নয়নের নামে জনগনের সাথে যে তামাশা চলছে তা ভোটারদের মাঝে তুলে ধরে জনগণের অধিকার রক্ষায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশ পেয়ে বিএনপির ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে মোঃ ইউসুফ মিজিকে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন কাজী গোলাম মোস্তফা। সভা শেষে ২০১৩ সালের ২৩শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র মুক্তির আন্দোলন চলাবস্থায় পুলিশের গুলিতে নিহত মনোয়ার জাওয়াত সিয়ামের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।

বিকাল ৪টায় ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করে প্রার্থী আক্তার হোসেন মাঝি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এডভোকেট সলিম উল্যাহ সেলিম, যুগ্ম আহŸায়ক খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর প্রমূখ। ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমেদ ভুইয়া।

ক্যাপশনঃ আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করার জন্য সকলের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখছেন।