চাঁদপুর জেলা কওমী যুব সংগঠনের বিবৃতি

চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার কর্তৃক ইসলামের গুরুত্ব ফরজ বিধান পর্দাসহ অন্যান্য বিষয় নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুর জেলা কওমী যুব সংগঠন ১৮/১০/২০২০ সকাল ১০ ঘটিকায় চাঁদপুর কোর্ট চত্ত¡রে এক মানব বন্ধনের কর্মসূচি গ্রহণ করেছে।

উক্ত মানব বন্ধন কর্মসূচির স্থানে অবস্থান করার পরে চাঁদপুরের শীর্ষ স্থানীয় মুরব্বী ওলামায়ে কেরাম আমাদেরকে মানব বন্ধন কর্মসূচি আপাদত স্থগিত করার পরামর্শ দিয়েছেন। এই মর্মে যে মাননীয় শিক্ষামন্ত্রীর ভাই জনাব জে.আর ওয়াদুদ টিপু তাদের কাছ থেকে ১ সপ্তাহের সময় নিয়েছেন এবং সুস্থ সমাধানের জন্য তাদেরকে আশ্বাস্ত করেছেন।

সে হিসেবে চাঁদপুর জেলা কওমী যুব সংগঠনের নেতৃবৃন্দ তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কথা মেনে নিয়ে কর্মসূচির স্থানে মানব বন্ধন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কওমী যুব সংগঠনের সভাপতি হাফেজ আলহাজ্ব আবুল হাসানাত, সহ-সভাপতি হাফেজ মাওলানা ওবায়েদুল্লাহ ও হাফেজ মাওলানা আক্তার হোসাইন, মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রশিদ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি তানঈম, সাংগঠনিক সম্পাদক মুফতি আশেক এলাহী, কোষাধ্যক্ষ মুফতি নুরে আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ওসমান গণি, মাওলানা হাফেজ ইয়াছিন, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা আবদুর রহমান, মাওলানা কাজী আবু ইউসুফ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নাহিদ, মাওলানা মোশারফ, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা আবুল খায়ের, মাওলানা নেসার, মাওলানা সাহেব, মাওলানা আনোয়ার, মাওলানা আঃ রহমান। -প্রেস বিজ্ঞপ্তি