সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে চাঁদপুরে ট্রাফিক বিভাগের অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) রবিউল হাসানের নির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রতিদিনই অভিযান পরিচালনা করছে ট্রাফিক বিভাগ।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন নবাগত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাশ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শহরের ট্রাফিক ব্যবস্থাপনা শৃঙ্খলায় আনতে নেতৃত্ব দিচ্ছেন।
টিআই প্রবীর কুমার দাশ বলেন, এসপি মহোদয়ের কঠোর নির্দেশনায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। পাশাপাশি সড়কে মোটরসাইকেলের অনাকাঙ্ক্ষিত সাউন্ড সিস্টেম ব্যবহারের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এসব সাউন্ড সিস্টেম শহরের শব্দ দূষণের অন্যতম প্রধান কারণ। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। এতে ইতোমধ্যেই ইতিবাচক ফল মিলছে এবং স্থানীয়রা বিষয়টি স্বাগত জানিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কেও এ ধরনের ডিভাইডার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া রাস্তায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদেও ট্রাফিক বিভাগ কঠোর অবস্থান নিয়েছে। পথচারীদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
সব মিলিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, শব্দ দূষণ কমানো এবং যানজট নিরসনে ট্রাফিক বিভাগের এসব কার্যক্রম চাঁদপুরের সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
