চাঁদপুরে মাস্ক না পরায় ১৪৩ জনকে জরিমানা

চাঁদপুরে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে যাত্রীবাহী যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে পৃথক চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার, মেহেদী হাসান মানিক, মো. অলিউজ্জামান এবং এমরান মাহমুদ ডালিম। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩১টি মামলায় ১৪৩ জনকে ১৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, মাস্ক ব্যবহার সরকার বাধ্যতামূলক করেছে। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে এ অভিযান চালানো হয়েছে। মাস্ক ব্যবহারে জনসাধারণকে বাধ্য করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাস্ক ব্যবহার নিশ্চিতে জেলা প্রসাশন কঠোর অবস্থানে যাচ্ছে বলেও তিনি জানান।