সোমবার , অক্টোবর ১৩ ২০২৫

চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপে ফরিদগঞ্জের জয়

চাঁদপুর জেলা স্টেডিয়ামে বর্ণিল আয়োজনের মাধ্যমে মাঠে গড়ালো ২১ তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা এবং চাঁদপুর জেলার ৮টি উপজেলার ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এই টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. শাহজাহান মিয়া, শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠকরা।

উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা দল মতলব দক্ষিণ উপজেলাকে ২- ১ গোলে হারিয়ে জয়লাভ করে। জেলার আট উপজেলার ৮টি ফুটবল দলকে ২ গ্রুপে ভাগ করে এই আয়োজন। নক আউট পদ্ধতিতে এই খেলার প্রথম সেমিফাইনাল ২৬ ও ২য় সেমিফাইনাল ২৭ সেপ্টেম্বর এবং আগামী ৩ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।