চাঁদপুরে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত ১২ জন, মোট আক্রান্ত ৬০

ইলিয়াছ পাটওয়ারী

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ১২ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৬০ জন। এর মধ্যে মৃত ৪জন, সুস্থ ১২জন। বাকী ৪৪জন চিকিৎসাধীন।

আজ বুধবার ১৩ মে, দুপুরে চাঁদপুর সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এসব  তথ্য  জানিয়েছেন।

মোট ১০১জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২জনের রিপোর্ট করোনা পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ১১জন চাঁদপুর সদর উপজেলার এবং ১জন মতলব উত্তরের।বাকী ৮৯জনের রিপোর্ট করোনা নেগেটিভ। নতুন আক্রান্তসহ চাঁদপুরে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬০জন। এর মধ্যে মৃত ৪জন, সুস্থ ১২জন। বাকী ৪৪জন চিকিৎসাধীন।

চাঁদপুর জেলায় করোনা পরিস্থিতি ক্রমাবনতির দিকে যাচ্ছে। বলতে গেলে প্রতিদিনই নতুন করে আক্রান্ত হওয়ার খবর আসছে। গতকাল একদিনে ১২ জনের পজিটিভ রিপোর্ট আসে। এটিই হচ্ছে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক পজিটিভ রিপোর্ট। যদিও মঙ্গলবার ২৪জনের রিপোর্ট করোনা নেগেটিভ আসে। এটিও ছিলো এ পর্যন্ত 2দিনে সর্বোচ্চ সংখ্যক রিপোর্ট প্রাপ্তি।এর মধ্যে ৮জন পুলিশ সদস্যও রয়েছেন

চাঁদপুর সদর উপজেলায় আজ ১১ জন আক্রান্ত হয়। আক্রান্তরা হলেন- শহরের আদালতপাড়ার এক গৃহবধূ (৩৮) ও তার ছেলে (১২), চিত্রলেখা মোড় এলাকার এক ব্যক্তি (৫৫) ও তার ছেলে (১৭), সিভিল সার্জন অফিসের এক কর্মচারী (৫৯), বড়স্টেশন ক্লাব রোডের একজন (২৫), মিশন রোডের একজন (২৫), সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একজন (১৬), বকুলতলা এলাকার একজন (৩০), মধ্য ইচুলির একজন (৩৮), চাঁদপুর ট্রাফিক পুলিশের এক সদস্য (৫৯)। এদের মধ্যে শহরস্থ ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারেরর একজন ল্যাব টেকনিশিয়ান। নিরাপত্তাজনিত কারণে তাদের নাম প্রকাশ করা হলো না।