শুক্রবার , মে ১৭ ২০২৪

চাঁদপুরে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত ১৫, মোট ২১০জন

চাঁদপুর দিগন্ত রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় ১৫ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে ১৬জন।

আজ সোমবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, আজ ৬৩জনের রিপোর্ট এসেছে। ১৫জনের রিপোর্ট করোনা পজেটিভ। এর মধ্যে কচুয়ার একজন মৃত।

এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন রয়েছেন। বাকীরা জেলার অন্যান্য উপজেলার। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর টিভি (যক্ষ্মা) ক্লিনিকের ল্যাব টেকনোলজিস্ট (৫৩) ও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক (৫৩) রয়েছেন। এর মধ্যে টিভি ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান সদর উপজেলায় করোনা টেস্টের জন্য নমুনা (স্যাম্পল) সংগ্রহ করতেন।

নতুন আক্রান্তদের মধ্যে এছাড়া চাঁদপুর শহরের আলিমপাড়ার ১ যুবক (৩২)ও রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১০জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬জন।

জেলায় মোট ১৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫জন, ফরিদগঞ্জে ৩জন, কচুয়ায় ৩জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ১জন ও মতলব উত্তরে ২জন।