শুক্রবার , মে ১০ ২০২৪

চাঁদপুরে আরো দুইজন করোনা শনাক্ত মোট আক্রান্ত ৪৮

 চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আরো দু’জন বেড়ে মোট আক্রান্ত রোগী হচ্ছে ৪৮ জন। গতকাল রোববার ঢাকা আইইডিসিআর থেকে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে চারজনের রিপোর্ট আসে। এই চারজনের মধ্যে একজন পজিটিভ আর তিনজন নেগেটিভ।

যে একজনের রিপোর্ট পজিটিভ আসে তিনি চাঁদপুর শহর এলাকার। এছাড়া ফরিদগঞ্জে একজন আক্রান্ত শনাক্ত হয়। তিনি লক্ষ্মীপুর থেকে আক্রান্ত হয়ে আসায় তার রিপোর্ট চাঁদপুরের সাথে যুক্ত হয় নি। তবে যেহেতু তার বাড়ি ফরিদগঞ্জে তাই তাকে চাঁদপুরের তালিকায় যোগ করা হয়েছে। এ হিসেবে এখন চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী হচ্ছে মোট ৪৮ জন।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে আরো জানা যায়, গতকাল চাঁদপুর থেকে নতুন করে আরো ৬০ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এগুলো আজ ঢাকা চলে যাবে। এই ৬০ জনের সাথে আগের সংখ্যাসহ গতকাল পর্যন্ত মোট স্যাম্পল সংগ্রহ হয়েছে ৭৮৩ জনের। এর মধ্যে রিপোর্ট এসেছে ৬৯৬ জনের।

রিপোর্ট আসার অপেক্ষায় আছে ৮৭ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে পজিটিভ ৪৪ জনের, আর নেগেটিভ ৬৫১ জনের। পজিটিভ আসা ৪৪ জনের সাথে যোগ হয়েছে ঢাকা থেকে আসা ৩ জন এবং লক্ষ্মীপুর থেকে আসা ১ জন।

এদিকে মোট আক্রান্ত ৪৮ জনের মধ্যে মৃত ৪ জন ও সুস্থ হয়েছেন ১২ জন। আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩২ জন।