কচুয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)- মাহমুদুল হাসান রাসেল এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের কচুয়া উপজেলা শাখা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মেজবাহ্ নেতৃত্বে প্রতিনিধি দলটি ইউএনও-মাহমুদুল হাসান রাসেল এর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে তিনি উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং কচুয়াকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলও উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎ শেষে ইউএনও-মাহমুদুল হাসান রাসেলের পক্ষ থেকে উপস্থিতদের জন্য চা বিস্কুট দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, পৌরসভার আমির জাকিরুল্লাহ সজলি, ৬ নম্বর ইউনিয়ন সভাপতি ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর ইমদাদুল্লাহ। এছাড়া দলের যুব, শ্রমিক, ওলামা ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও প্রতিনিধি দলে অংশ নেন।
