কচুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় কচুয়া আল-ফাতেহা মাদ্রাসার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদ ইসলাম বুলবুল। তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা যারা সংগঠনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন, তারা ব্যক্তিগত সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে আল্লাহর সন্তুষ্টির জন্য জনগণের খেদমতে এগিয়ে যান। এই নির্বাচন আমাদের জন্য শুধু ভোটের প্রতিযোগিতা নয়—মানুষের সেবা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার একটি দায়িত্ব।”
তিনি আরও বলেন, “ইউনিয়ন পর্যায়ে মানুষের কাছে পৌঁছাতে হবে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে। জনগণ ইসলামী ভিত্তিক শাসনব্যবস্থার বাস্তব চিত্র দেখতে চায়—সেজন্য প্রতিটি নেতাকর্মীর সক্রিয় ভূমিকা অপরিহার্য।”
সভা সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট আবু তাহের মিসবাহ, পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমির জাকিরুল্লাহ সাজুলী,নায়েবে মাস্টার সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক জাকির হোসেন বিএসসি বিভিন্ন ইউনিয়নের আমির ও সভাপতি বৃন্দ।
মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
