আজ চাঁদপুরে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে, মোট আক্রান্ত ২৭৫

ইলিয়াছ পাটওয়ারী

 

গত ২৪ ঘণ্টায় ১৭ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে ২১ জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, আজ শনিবার সকালে ৫৭টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৭টি করোনা পজেটিভ। বাকী ৪০টি নেগেটিভ।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরের ৬জন, মতলব দক্ষিণের ৪জন, হাজীগঞ্জের ৩জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরের ১জন রয়েছেন। এর মধ্যে হাজীগঞ্জে উপসর্গে মৃত মোঃ জাহাঙ্গীর (৫৫)ও রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭৫জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১জন।

সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৫জন, ফরিদগঞ্জে ৪৪জন, হাজীগঞ্জে ২২ জন, শাহরাস্তিতে ১৯জন, কচুয়ায় ১৬জন, মতলব উত্তরে ১৬জন, মতলব দক্ষিণে ১৭জন ও হাইমচরে ৬ জন।

এছাড়া জেলায় মোট ২১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪ জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন।