নারীর হিজাব পরিধানকে প্রতিভা বিকাশে বাধা মনে করেন না পাকিস্তানি নারী র্যাপার ইভা বি। তিনি বলেন, হিজাব আমার প্রতিভা বিকাশে প্রতিবন্ধক নয়। সোমবার পাকিস্তানি একাধিক গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
সবসময় হিজাব পরে গান গাওয়া ইভা বি আরো বলেন, ‘আমার ভাই আমাকে বলতেন, যদি তোমার র্যাপ সঙ্গীত গাইতেই হয়, তাহলে অবশ্যই হিজাব পরতে হবে।’
হিজাব পরে গান গাইলেও দেশব্যাপী বেশ জনপ্রিয়তা ইভা বির। তিনি সঙ্গীত বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান কোক স্টুডিওতেও হিজাব পরে গান গেয়েছেন। তার একটি গান দেখেছেন অন্তত ৯০ লাখ মানুষ। সূত্র: ডেইলি জং