হাফ পাস ও ছাত্র হত্যার বিচারের দাবীতে জেলা শিবিরের বিক্ষোভ। কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু এবং ছাত্রহত্যার বিচারের দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখা।
রোববার জেলা সভাপতি ছাত্রনেতা শেখ বেলায়েত হোসেনের নেতৃত্বে আয়োজিত ছাত্রদের দাবী আদায়ের এ কর্মসূচীতে বক্তারা বলেন, ছাত্রসমাজ দেশের এক গুরুত্বপূর্ণ শক্তি, ছাত্রসমাজের দাবীর বিপরীতে অবস্থান করে কেউ কখনো টিকতে পারেনি।
শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমানো, গণপরিবহনে অর্ধেক ভাড়া চালু এবং চলমান সড়ক ব্যবস্থার ত্রুটির দরুণ ছাত্র নিহতের দ্রুত বিচার দাবি সর্বোপরি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রসমাজের যৌক্তিক দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
উক্ত কর্মসূচীতে সংগঠনটির জেলা, থানা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন