হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৯ অক্টোবর বিকাল ৩ টা হতে দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমীর মাওলানা আবদুর রহিম পাটওয়ারী। জেলা আমীর বলেন, সুশান নিশ্চিত করতে হলে কোরআনের আইন কায়েম করতে হবে। অন্তরবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, সকল সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। সকল উচ্চপর্যায়ের কর্মকর্তাকে অপসারণ করতে হবে। আওয়ামী সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। নিত্যপণ্যের দাম কমিয়ে দিতে হবে, যারা মানুষ খুন করেছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল হোসাইন। উপজেলা আমীর মোহাম্মদ কলিম উল্যাহ ভূঁঞা, নায়েবে আমির মোজাম্মেল হোসেন পরান, সেক্রেটারি মাওঃ শরীফুল ইসলাম পাটওয়ারী, সহকারি সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, উপজেলা তালীমুল কুরআন বিভাগের সভাপতি মাওঃ সাইফুল ইসলাম মোল্লা।
ইউনিয়ন আমীর মাওঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ সাখাওয়াত হোসাইন, ইউনিয়ন সহকারি সেক্রেটারি মোঃ মহিউদ্দিন। এসময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল আমিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর রোকনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।