খালেকুজ্জামান শামীম
হাজীগঞ্জে করোনাজয়ী আবুল কালাম সর্দার কালু ২৬ দিন ঘরবন্ধি থেকে এবার মুক্তি পেয়েছেন। শুধু বন্ধি থেকেই মুক্তি পায়নি পেয়েছে ভয়ঙ্কর প্রাণঘাতী করোনা থেকে।
তিনি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আবদুর রব সর্দারের বড় ছেলে। তিনি ৩ ছেলে ৩ মেয়ের জনক। তিনি ঢাকার ১২৬ এলিফ্যান্ট রোড ব্যবসা করেন। সেখানে তার চাঁদপুর স্টোর নামে একটি কনফেকশনারী রয়েছে।
গত ১২ মে২০ ঢাকায় তিনি জ্বর সর্দি,ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়। তখন তিনি গত ১৪ মে ঢাকা মেডিকেল কলেজে তার নমুন পরীক্ষা করান। সেখানে তার করোনা পজেটিভ আসে। তিনি তখন ডাক্তারের পরামর্শে হোমকরেন্টাইনে ছলে যান। সেখানে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। পরে তিনি ৩ দিন পরে গ্রামে চলে আসেন।
গ্রামে আসার পর বিষয়টি হাজীগঞ্জে ইউএনও বৈশাখী বড়ুয়া, ওসি আলমগীর হোসেন রনি, স্থানীয় চেয়ারম্যান রফিকুল ইসলামকে অবহিত করা হয়। পরে তারা কালাম সর্দারের মুঠোফোনে তাকে হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। এবং তার পরিবারটি লকডাউন করা হয়।
এদিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডা: সোয়েব আম্মেদ চিশতীর পরামর্শ অনুযায়ী তিনি গত ২ জুন দিতীয় বার নমুনা পরীক্ষা করেন। ৬ জুন তার নমুনা রিপোট নেগেটিভ আসে। সাথে তার পরিবারের সদস্য আরিফ হোসেনের নেয়া নমুনা টেস্ট রিপোট নেগেটিভ আসে।
৭ জুন ২০ ইং রোববার সকালে তিনি একটানা ২৬ দিন কক্ষবন্ধি থেকে মুক্তি পায়।তিনি সকালে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বের হয়।
করোনাবিজয়ী আবুল কালামের সাথে রোববার সকালে কথা হয়। তিনি বলেন, ২৬ দিন এক একটি কক্ষে পড়ে থাকা যে কতটা কষ্টকর তা হাড়ে হাড়ে টের পেয়েছি। তিনি দু: খ করে বলেন, করোনায় যত কষ্ট পাইনি তার চাইতে কষ্ট বেশি সামাজিক টর্শার। করোনা আক্রান্ত হলেই মনে হয় সবাই শত্রু হয়ে যায়।
অজ্ঞ মানুষগুলো এতই বোকা আমি হোমেথাকাকালীন পরিবারের সদস্যদের সাথে যে দুর্ব্যবাহর করেছে তা কখনও ভুলবনা। আশপাশের মানুষ সহায়তার পরিবর্তে দিক্কার দিয়েছে। সামাজিক ভাবে হেও করেছে। সাংবাদিক, ডাক্তার এবং পুলিশ যদি সহযোগীতা না করতো হয়ত সত্যই মরে জেতাম।
তিনি মনে করেন, করোনা রুগির সাথে সামাজিক বন্ধন অটুটু রাখলে সে দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।
তিনি সকলকে সামাজিকদুরত্ব, স্বাস্থ্যবিধি ও ডাক্তাদের পরামর্শে অনুযায়ী চলাফেরার পরামর্শদেন। এবং করোনা রুগি ও তার পরিবারের সদস্যদের সাথে সকলকে ভালো ব্যবহার ও সহযোগীতা হাত প্রসারিত করার অনুরোধ জানান।
ক্যাপশন : ২৬ দিন একটানা হোমকরেন্টাইনে থেকে রোববার সকালে করোনাজয়ী হয়ে প্রথম বাড়ি থেকে বের হচ্ছে আবুল কালাম।