হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় ১৯৫ জন জিপিএ- ৫ পেয়েছে। তার মধ্যে স্কুল থেকে ১৭৪ জন, মাদ্রাসা থেকে ২১ জন।
এদিকে এসএসসিতে হাজীগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ থেকে ৫৪ জন,
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৩ জন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ১৩ জন, বলিয়া হাইস্কুল ১১ জন, বলাখাল চন্দ্রবান হাইস্কুল ৭ জন, জগন্নাথপুর হাজীএরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় ৬ জন, রামপুর হাইস্কুল ৬ জন,
নাসিরকোট হাইস্কুল ৫ জন,প্যারাপুর হাইস্কুল৫ সহ মোট উপজেলায় ১৭৪ জন জিপিএ- ৫ পেয়েছে।
——-হাজীগঞ্জ প্রতিনিধি