বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১২ ২০২৪

হাজীগঞ্জে সাংবাদিক ইকরাম চৌধুরী ও শাহ্ মাকসুদের স্মরণে দোয়া

প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরী ও শাহ্ মো. মাকসুদের স্মরণে হাজীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। শনিবার(১৭অক্টোবর) যোহর নামাজ আদায় শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মিলাদ ও দোয়ার মাধ্যমে রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ।

এসময় প্রয়াত সাংবাদিক দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টোার ইকরাম চৌধুরী, দৈনিক সংবাদ ও যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি শাহ মো.মাকসুদের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের পরবর্তী মেয়াদের সভাপতি গাজী সালাউদ্দিন ও মহিনউদ্দিন আল-আজাদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার,সহ-সভাপতি হাবীবুর রহমান জীবন, সাহিত্য ওক্রীড়া সম্পাদক মনজুর আলম পাটোয়ারি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মহিন উদ্দিন, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন শামীম, সংবাদকর্মী মজিবুর রহমান রনি, মজিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনেরর নেতৃবৃন্দ।

মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাও. আবদুর রউফ।