সোমবার , অক্টোবর ১৪ ২০২৪

হাজীগঞ্জে ফজরের অজু করতে গিয়ে ফিরেনি, পুকুরে ভেসে উঠল বৃদ্ধার লাশ

ফজরের নামাজের অজু করতে গিয়ে পানিতে পড়ে আমেনা বেগম (৯০) মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর ) ভোররাতে এ ঘটনা ঘটে। সে উপজেলার গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের পালিশারা গ্রামের বাসিন্দা।

তিনি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের পালিশারা গ্রামের মৃত ইউছুপ আলির স্ত্রী। এক ছেলে শাহাজান মাজীর জননী বলে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা তোফায়েল আহম্মদ।

নিহত আমেনা বেগমের ছেলে শাহাজান মাজী জানান, প্রতিদিনের ন্যায় ভোররাতে ফজরের নামাজের জন্য অজু করতে পুকুরে যায় মা। কিন্তুু সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যান তিনি।

পরে মরদেহ পানিতে ভেসে উঠলে তাঁর মরদেহ উদ্ধার করি। ধারনা করা হচ্ছে, তিনি পুকু অজু করতে গিয়ে বেকায়দায় পুকুরের পানিতে ডুবে যায়। না উঠতে পারায় পানিতে ডুবে যায়। পরে তার লাশ দাফন করা হয়েছে।