খালেকুজ্জামান শামীম
হাজীগঞ্জে তোহা (৭) নামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ৫ সদর ইউনিয়ের খাকবাড়িয়া গ্রামের আনোয় বেপারির ছেলে। বুধবার বিকালে তাদের বাড়ির পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম গাজী জানিয়েছেন, তোহা সবার অজান্তে তাদের পাশের পুকুরে পড়ে যায়। তাকে অনেক খোজাখোজি করে আর পায়নি। পরে তাদের পাশের পুকুরে ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করা হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করে।
পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয।
তোহার অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা বাকরুদ্ধ।
ক্যাপশন : নিহত তোহা (৭)