খালেকুজ্জামান শামীম
হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের পৌরসভা এলাকার রান্ধুনীমুড়া মুন্সী বাড়ির সামনে সড়ক দূর্ঘটনায় বাচ্চু (৪২) নামে নির্মান শ্রমিক নিহত হয়েছে। এসময রিক্সা চালক সহ ৯ নির্মান শ্রমিক আহত হয়েছে । আহত রিক্সা চালক হারুনের অবস্থা আশংকাজনক।
৬ মে( বুধবার) বিকালে সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মুন্সী মোহাম্মদ মনির জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে নির্মান শ্রমিক বাচ্চু (৪২) কে কর্তব্য রত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
নিহত বাচ্চুর বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামে। সে ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তারা ফরিদগঞ্জে নির্মান কাজ করে বাড়ি ফিরছিল। এসময় শ্রমিদের বহনকরা পিকআপটি উল্টে পাশের খালে পড়ে যায়।
দূর্ঘটনার বিষয় টি হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি নিশ্চিত করেছেন। সংবাদ পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ উদ্ধার কাজে ঘটনা স্থলে এসে পৌঁছে, সড়কের যান চলাচল স্বাভাবিক করে।