হাজীগঞ্জে পরকীয়ার ঘটনায় সামল বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। পরকিয়া প্রেমিক আনোয়ার হোসেন কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত বৃদ্ধার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। হাজীগঞ্জ থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি।
এবিষয়ে হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল হোসেন জানান, শুক্রবার গভীর রাতে মধ্যবড়কুল গ্রামের ইদ্রিস হাজী বাড়ির মৃত মুসলিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৮) একই বাড়ির মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী তাসলিমার সাথে পরকিয়ার সম্পর্কে দেখা করতে যায়।
এ সময় দেলোয়ারের স্ত্রী এলাকাবাসীকে নিয়ে পরকীয়া প্রেমিকার ঘর ঘিরে পেলে।
ওই সময় প্রেমিক আনোয়ার টের পেয়ে দরজা খুলে দৌড় দেড়। এলোপাথাড়াতে অন্ধকারে দৌড়াতে গিয়ে পাশে বাড়ির মৃত আলী এরশাদের স্ত্রী সামল বেগম (৬০)কে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
শনিবার সকালে এলাকাবাসি পরকিয়া প্রেমিক আনোয়ার হোসেনকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, বৃদ্ধার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আটককৃত আনোয়ারের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরন করা হয়।