শুক্রবার , ডিসেম্বর ৬ ২০২৪

হাজীগঞ্জে দুই ফার্মেসীকে জরিমানা

হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ফার্মেসীতে জরিমানা করেছে ভ্রাম্যমান  আদালত। বৃহস্পতিবার এ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার  বৈশাখী বড়ুয়া।
এ অভিযানে  মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, Physician সেম্পল (যেটা বিক্রির জন্য নয়) অধিক মূল্যে বিক্রির অপরাধে হাজীগঞ্জ  পশ্চিম বাজার মেডিসিন কর্ণার ও আর এক্স মেডিসিন কর্ণারকে জরমানা করেন। তাদেরকে  মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ ইফফাত রুবাইয়া নাসিরসহ প্রসাশনের অন্যান্য কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।
ইউএনও বৈশাখী বড়ুয়া
বলেন, এ অভিযান মাঝে মাঝেই করা হবে। শুধু তাই নয়, সু- নিদ্রিষ্ট অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।