বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

হাজীগঞ্জে তিনদিন ধরে গাছে আটকা পড়া বিড়াল উদ্ধার করল ফায়ার সার্ভিস

 হাজীগঞ্জে তিনদিন ধরে গাছে আটকা পড়া বিড়াল উদ্ধার ফায়ার সার্ভিস কর্মীরা। বৃহস্পতিবার বিকারে ১৫ মিনিটের অভিযানে বিড়ালটি উদ্ধার করে তারা।
হাজীগঞ্জ থানার সামনে একটি কড়ই গাছে বিড়ালটি আরেকটি বিড়ালের ধাওয়া খেয়ে উঠে যায় বিড়ালটি । সেখানেই সে আটকা পড়ে। গত তিন দিন যাবৎ বিড়ালটি বড় এ গাছ থেকে নামতে না পেরে চিৎকার করতে থাকে। পরে হাজীগঞ্জ থানার এ এস আই রিয়াজ উদ্দিন হাজীগঞ্জ  ফায়ার সার্ভিসকে খবর দেয়।
পরে তারা প্রায় ১৫ মিনিট অভিযান পরিচালনা করে বিড়ালটি উদ্ধার করে ছেড়ে দেয় জীবিত ছেড়ে দেয় ।
হাজীগঞ্জ  ফায়ার সার্ভিসের নায়ক আবদুর রব বলেন, আমরা খবর পেয়েই ছুটে আসি। তবে বিড়ালটি উদ্ধার করতে পেরে ভালো লাগছে।
–হাজীগঞ্জ ( চাঁদপুর) প্রতিনিধি