বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

হাজীগঞ্জে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্যানেটারি ন্যাপটিন বিতরন

আজকের সুস্থ কিশোরী ও নিরাপদ মাতৃত্বই আগামী দিনের টেকসই উন্নত বাংলাদেশ” এ কর্মসুচিকে সফল করতে ছাত্রীদের স্যনেটারি ন্যাপটিন ও বাইসাইকেল বিতরন করেছে ইউএনও বৈশাখী বড়ুয়া। মঙ্গলবার (১০ নভেম্বর)
হাজীগঞ্জ  উপজেলার  ৩নং ইউনিয়নের পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বাই সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে    বয়ঃসন্ধিকালীন পুষ্টি ও মানসিক সুরক্ষা,পিরিয়ডকালীন ব্যক্তিগত সচেতনতা, টিকা প্রদান ও কিশোরীদের সার্বিক স্যানিটেশন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন বৈশাখী বড়ুয়া  ।
এসময় স্থানিয় ইউপি চেয়ারম্যানে মানিক প্রধানিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক ও গন্যমান্যরা উপস্থিত ছিলেন।