শনিবার , সেপ্টেম্বর ৭ ২০২৪

হাজীগঞ্জে চার চোর জেলহাজতে!

হাজীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙ্গে চুরি করার সময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় জনতা ।

বুধবার বিকেলে তাদেরকে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর বাসস্ট্যান্ডে মহসিনের দোকানে চুরি করার সময় তাদেরকে জনতা হাতেনাতে আটক করে। পরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুইন গ্রামের জয়নাল আবেদীন (৩৫), দাউদকান্দি উপজেলার রায়পুরা গ্রামের শামীম মিয়া (২২), কচুয়া উপজেলার পণশাহী গ্রামের মতিন মিয়া (২৫) ও কুমিল্লা কোতয়ালী থানা হাউজিং স্ট্রেট গ্রামের মোহাম্মদ সফি (২৮)।

আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি যুগান্তরকে জানান, তাদের গ্রেফতারের সময় একটি মাইক্রোবাস, তালা কাটার মেশিন, চুরি করা দেড় হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দোকানের মালিক মহসিন হাজীগঞ্জ একটি মামলা দায়ের করেন। বুধবার তাদের কে চাঁদপুর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।