তবে কেউ বলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আবার কেউ বলছে নিজের গাঁয়ে নিজেই কেরোসিন তেল ঢেলে আগুন দিয়েছে চাঁদনী।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার সময় নিজ ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে চাঁদনী। এ সময় ঘরে কেউ ছিলনা। পরে বাড়ীর লোকজন ডাকচিৎকার শুনতে পেয়ে ওই ঘরে ঢুকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ মুমূর্ষ অবস্থায় চাঁদনীকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, চাঁদনী নামের মেয়েটির শরীরের ৮০ ভাগই আগুনে পুড়ে গেছে।
নিহত চাঁদনীর সাথে ঢাকা মেডিকেল অবস্থানরত একই বাড়ীর তার দূরসম্পর্কের চাচা পুলিশের এসআই আরিফ দুপুর ২টা মুঠো ফোনে জানান, চাঁদনী সকাল সোয়া ১০টায় নিহত হয়েছে পরে শাহবাগ থানায় জিডি করেছি। লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হচ্ছে।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, যতদুর জেনেছি। সে নিজেই গায়ে কোরোসিন ঢেলে আত্নহত্যা করেছে। চাঁদনীর বাবা আনোয়ার হোসেন কাতারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তার ২টি কিডনী অচল। এ অবস্থায় বাড়ীতে ফোনও করতে পারছেনা। ৩/৪ দিন পর একবার কথা বলে। সরকারি ত্রাণ সহায়তায় তাদের পরিবারটি চলে। সম্প্রতি সময়ে শেখ হাসিনার উপহার ২৫০০ টাকা পেয়েছে। বাবার খুবই আদরের মেয়ে ছিল চাঁদনী। বাবার কথা চিন্তা করেই হতাশাগ্রস্থ থেকে আত্মহত্যা করেছে।
—হাজীগঞ্জ প্রতিনিধি