বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ডাকে নিয়োগবিধি সংশোধন সহ বেতন আপগ্রেডেশের দাবিতে কর্মবিরতিতে স্বাস্থ্যকর্মীরা।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর থেকে এই কর্মসূচিতে সারাদেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অর্ধশত স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি পালন করেন।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ মোহাম্মদ রুহুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলার অর্ধশত স্বাস্থ্য কর্মী।
ওই সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির হোসেন এবং দাবি বাস্তবায়ন পরিষদের আহবায়ক শাহজাহান মিয়া, সমন্বয়ক আমিরুন আক্তার, সদস্য সচিব মো. কবির হোসাইন, স্বাস্থ্য সহকারী কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার সহ আরো অনেকেই।
জানতে চাইলে স্বাস্থ্য কর্মীরা জানান, বেতন এবং নিয়োগবিধি সংশোধন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অর্ধশত স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি পালন করেন।