হাজীগঞ্জ উপজেলায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলো উপজেলার কাঁঠালী,রামপুরবও ডাটরা শিবপুর গ্রামের বাসিন্দা।
হাজীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ১৭ জনেরমত মৃত্যু।
জানা গেছে,হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের ডাটরা শিবপুর সর্দার বাড়ির মাওলানা এনায়েত উল্লাহ মাস্টার রোববার রাতে জ্বর সর্দি নিয়ে মারা যান।
হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী গ্রামে সোলায়মান পাটওয়ারী (৬৫) শ্বাসকষ্টে মারা যান। রামপুরে গ্রামে এক বৃদ্ধ মারা গেছে। ওই ব্যক্তির নাম পাওয়া যায়নি। তবে তিনিও জ্বর সর্দিতে ভুগছিলেন।
হাজীগঞ্জ উপজেলার দাফনকারী দলের সদস্য শরীফুল হাছান বলেন, সোমবার সকালে কাঁঠালী গ্রাম, ডাটরা গ্রামে এক আল্লাহর বান্ধাকে শেষ বিদায় দিয়ে আসলাম। আমাদের আরেক ভাই রামপুরে মোট সোমবার সকাল পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। মৃতদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে দাফন করার জন্য অনুরোধ করেছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোয়েব আহম্মদ চিসতী বলেন, মৃতদের খবর পেয়েছি নমুনা সংগ্রহ করা হয়েছে।