খালেকুজ্জামান শামীম
হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ( র.) মসজিদের সহকারি ইমাম হাফেজ শামছুর হুদা ইন্তেকাল করেছেন। তিনি বৃহস্পতিবার বাদ আছর তার নিজ বাড়ি হাটিলা মুন্সী বাড়িতে মারা যায়। তিনি ৫ ছেলের জনক।
গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর সর্দিতে ভুগছিলেন। মৃত্যুর পর হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ তাঁর নমুনা সংগ্রহ করেছে। রাতেই করোনায় মৃত ব্যক্তিদের টিম তার দাফন কাজ সম্পন্ন করবেন।
মসজিদের মোতাওল্লী কাজী খায়রুল আলম পারভেজ জানান, হাফেজ শামছুল হুদা গত এক সপ্তাহ ধরে অসুস্থ্য। গত শুক্রবার তাঁর জ্বর থাকায় তারে ছুটি দেয়া হয়েছে। সাথে তার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকাও দেয়া হয়েছিল । পরে আজ আসরের পর খবর পাই তিনি মারা গেছে।
জানতে চাইলে হযরত মাদ্দাখাঁ( র.) মসজিদের ইমাম মুফতি মাও. ফজলুল কাদের বাগদাদী বলেন, হাফেজ শামছুলহুদা গত শুক্রবার শেষ জুমা আদায় করেন। তার পর আর মসজিদে আসেন নি। তিনি একজন ভালো মানের হাফেজ ছিলেন। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে এখানে সহকারী ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।
এ ছাড়াও তিনি হাটিলা টঙ্গিরপাড় ঈদগাঁ এর ইমাম, হাটিলা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।