রবিবার , সেপ্টেম্বর ৮ ২০২৪

হাইমচরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

হাইমচরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা কমিটিতে মোঃ রুহুল আমীন সিদ্দিকীকে সভাপতি, মোঃ আরিফুর রহমান কে সাধারন সম্পাদক ও নাজির আহমেদ কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন চাঁদপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।

১লা অক্টোবর ২০২০ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ হাইমচর উপজেলা শাখার আয়োজনে আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসা হলরুমে অনুষ্ঠিত

এ সম্মেলনে উপজেলার কে.ভি.এন উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদ হাইমচর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জিল্লুর রহমান ফারুকী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষক ফোরামের সদস্য সচিব মোঃ আব্দুল মান্নান, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক ফোরামের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, চাঁদপুর জেলা তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, তথ্য সম্পাদক বিমল চন্দ্র অধিকারী, কার্যনির্বাহী সদস্য চিত্র রঞ্জন সিং প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কার্তিক সরকার, প্রধান আলোচক জেলা কমিটির চাঁদপুর জেলা সভাপতি খোরশেদ আলম কাজল, সাংগঠনিক আলোচক জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন মিয়া।

অনুষ্ঠানে বক্তারা সুনির্দিষ্ট দাবী উপস্থাপন করে স্বল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের বিনীত অনুরোধ জানান। দাবীগুলো হলো- ১। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা, ২। বেতন স্কেল পরিবর্তন করে ১০ম গ্রেডে করা, ৩। ট্রেনিং এর ব্যবস্থা করা, ৪। পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করা, ৫। শিক্ষক নিয়োগে বিভাগীয় প্রার্থী হিসেবে বিবেচিত করা, ৬।পদোন্নতির ব্যবস্থা করা, ৭। কর্মঘণ্টা নির্ধারণ করা, ৮। সরকারি শিক্ষা ব্যবস্থার ন্যায় তৃতীয় ম্রেণী কর্মচারী পদ সংখ্যা নির্ধারণ করা, ৯। সরকারি শিক্ষা প্রতিষ্টানের ন্যায় সকল ভাতাদি প্রদান করা, ১০। চাকরি শেষে পেনশনের ব্যবস্থা করা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের উপজেলা কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি মফিজুর রহমান, দিলীপ কুমার মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, শরীফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম মিয়া, আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, ধর্ম সম্পাদক হাফিজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ক্যাপশন: হাইমচরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন।