বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

হাইমচরে ধর্ষণের অভিযোগে চাচা আটক

হাইমচরে ধর্ষণের অভিযোগে মনির গাইন নামক এক ধর্ষককে আটক করেছে হাইমচর থানা পুলিশ। আটককৃত ধর্ষক সম্পর্কে চাচা।

অভিযোগ সূত্রে জানা যায়,৭ জানুয়ারি দিবাগত রাত ৩ টার দিকে চরভৈরবী ইউনিয়নের দক্ষিণ পাড়া বগুলা গ্রামের আনোয়ার হোসেন আনু গাইনের ছেলে মনির গাইন তার ভাতিজিকে জোর পূর্বক ধর্ষণ করে।

৯ জানুয়ারি শনিবার ধর্ষিতা বাদী হয়ে চাচা মনির গাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঐ দিন রাতেই হাইমচর থানা অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ধর্ষক মনির গাইনকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরন করেন।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান মোল্লা জানান, চরভৈরবী ইউনিয়নের পাড়া বগুলা গ্রামের গৃহবধু তার সম্পর্কে চাচা মনির গাইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধর্ষক আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামিকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।