শুক্রবার , জানুয়ারি ১৭ ২০২৫

হাঁটিলায় বিজয় দিবস উপলক্ষে জামায়াতের দোয়া অনুষ্ঠান

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাঁটিলা পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাড়িয়াইন আড়ং বাজার মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

হাঁটিলা পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোনাব্বের হোসাইন সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেএম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও হাজীগঞ্জ – শাহারাস্তী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আতাউল্লাহ করিম মিয়াজী।

অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামের কর্মী-সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।