বুধবার , অক্টোবর ৯ ২০২৪

হজ যাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল

হজযাত্রীদের নিবন্ধনের সময় পাঁচ দিন বাড়িয়েছে সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত হজযাত্রীরা এই নিবন্ধন করতে পারবেন।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য মেসেজ পেয়েছেন—এমন সবাই হজের নিবন্ধন করতে পারবেন।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক ভিসা পদ্ধতি, ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড পিকটোরিয়াল চালু করতে যাচ্ছে। এ পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

প্রসঙ্গত, চলতি বছর (২০২৩) সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা থাকলেও আজ বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে নিবন্ধনের সময় পাঁচ দিন বাড়ানো হলো।