হাজীগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্যবিধির বেস্টনীর মাধ্যদিয়ে হাজীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়েছে সকাল ৬টায়। দ্বিতীয় আটটায় ও তৃতীয় জামায়াত ১০ টায় হয়েছে।
জামায়াতের ২০ মিনিট পূর্বে মসজিদের ভেতর, দ্বিতীয় তলা মুসল্লিরা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রথম জামায়াতের ইমামতি করেন হাফেজ মহিউদ্দিন। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মুফতি আবদুর রউফ ও তৃতীয় জামায়াতের ইমামতি করেন মুফতি আবু সাইদ।
এদিকে হাজীগঞ্জ উপজেলার প্রায় সবকটি মসজিদে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে আগেরমত নেই কোন কোলাহল। নামাজ পড়েই মানুষ ঘর বন্ধি। রাস্তাঘাটে আগেরমত নেই জনসমাগম। আজানা আতংকে মানুষ।
এদিকে হাজীগঞ্জ থানা প্রসাশন রয়েছে তৎপর। তারা সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করছেন।
এবার ঈদের জামায়াত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়ছে। এবং মহামারি থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া করা হয়।