দিগন্ত অনলাইন ডেস্ক
দূর থেকে দেখলে মনে হবে বরফ পড়ে আছে। কিন্তু একটু মনোযোগ দিয়ে সামনে গিয়ে দেখলে, বোঝা যাবে ওগুলো বরফ নয়, আসলে সমুদ্রের ফেনা! সম্প্রতি ভারতের দিধার সমুদ্র সৈকতে এই দৃশ্য দেখা গেছে।
ভারতের উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আম্ফান। তার আগে সৈকতে এমন দৃশ্য দেখা দেয়।
ঘূর্ণিঝড়ের সঙ্গে এই ফেনার কোনও সম্পর্ক আছে কি না বা এটা কোনও অশনিসঙ্কেত কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে উপকূলবর্তী স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
কৌতূহল চাপতে না পেরে রাতেই দিঘার সমুদ্রে এই দৃশ্য দেখতে চলে এসেছিলেন স্থানীয় বাসিন্দা মানস জানা। তিনি বলেন, এর আগে দিঘার সমুদ্রে এত সাদা সাদা সাবানের মতো ফেনা কখনও দেখিনি। রীতি মতো অবাক লাগছে।
কী করে এমন ফেনা আসছে হচ্ছে তা ভেবে পাচ্ছি না। খবর আনন্দবাজারের।