বুধবার , অক্টোবর ৯ ২০২৪
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি এবং দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে পাঠানো এক শোকবার্তায় এই উপদেষ্টা বলেন, রুহুল আমিন গাজী একজন সাহসী সাংবাদিক ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি বিভিন্ন সময় অত্যাচারের শিকার হয়েছেন। তার মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।