এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘ষড়যন্ত্র এখনো চলছে। বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের দিনগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে। নয়তো যে স্বাধীনতা অর্জন হয়েছে, তা ছিনতাই হয়ে যেতে পারে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে মামুনুল হক অভিযোগ করে বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার বিজয়ের কয়েক মাসের মধ্যেই ছিনতাই করে নিয়েছে একটি রাষ্ট্র। বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য এবং এই দেশের সাত কোটি মানুষের ইচ্ছা ও অভিপ্রায়ের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলো কলমের খোঁচায় একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হিসেবে স্থাপন করা হয়েছে।
খেলাফত মজলিসের মহাসচিব আরো বলেন, ‘ছাত্র-জনতাকে যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে এটা কোনো সভ্য দেশে হতে পারে না। শুধু ক্ষমতা টিকিয়ে রাখতে বছরের পর বছর হত্যা, গুম, খুন ও নির্যাতন চালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারেনি। এ দেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে ভারতে। ভারত কিভাবে হাজার হাজার মানুষ খুনের আসামি শেখ হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, এটাই এখন বড় প্রশ্ন।
ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনা সেখানে বসে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মন্তব্য করে মামুনুল হক বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানাতে পাঁয়তারা করছে। কিন্তু দেশের মানুষ কোনোভাবেই এটা মেনে নেবে না। অনতিবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে বিচার করতে হবেই হবে।